কেউ যখন আপনার সাথে কথা বলছে তখন তাকে শুনুন, অন্যের কথায় বাগড়া দিতে হয়তো আনন্দ লাগে, কিন্তু এটা খুবই খারাপ অভ্যাস। এর মানে, আপনি মানুষটিকে বোঝার জন্য তার কথা শুনছেন না। আপনি তাকে শুনছেন কারণ, আপনি কেবল আপনার কথাগুলোই বলতে চান, যেটা অর্থপূর্ণ কোনো আলোচনার শুরু হতে পারে না।
অন্যের কথায় বাগড়া না দিয়ে যে কাজটা করতে পারেন:
- মনোঃসংযোগে বাঁধা সৃষ্টি করে এমন কোনো কাজ করবেন না। উদাহরণ, ফোন আসলে ধরবেন না।
- নিজের ভাবনাগুলো নিয়ন্ত্রণে রাখুন। নিজের কথায় গোঁ ধরে বসে না থেকে বরং যা শুনছেন সে অনুযায়ী উত্তর দিন।
- যে কথা বলছেন তার কথা শেষ করতে দিন।
- ঘুরেফিরে নিজের কথায় ফিরে যাওয়ার চেয়ে অপর ব্যক্তি কি বলেছে সেটা আরও স্পষ্টভাবে বুঝতে চাইলে তাকে প্রশ্ন করুন।
এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। কারও কথার মাঝে কথা বলা মানে তাকে বুঝতে পারার একটি সুযোগ হারালেন। এমন করা মানে আপনি তার কথা বলাকে সম্মান দিচ্ছেন না অথবা আপনার কাছে তার কথা শোনা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না। এবং আপনার কাছে যে কথা বলছে তার থেকে মাঝখানে বাঁধা দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। আর এমনটা করলে আপনি নিজেই আপনার গুরুত্ব হারাবেন।
O-ওয়াহিদ তুষার, R-মেহেদী মুরাদ

একটি মন্তব্য পোস্ট করুন